""

লক্ষ্মীছড়িতে গণপ্রতিবাদ, পক্ষীমুড়োতে ভূমি বেদখলের ষড়যন্ত্র বন্ধের দাবি


লক্ষ্মীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
 ।। সিন্দুকছড়ির পক্ষীমুড়োতে ভূমি বেদখলের ষড়যন্ত্র ও জুম্ম গ্রামবাসীর বাড়িঘর ভেঙে দেয়ার প্রতিবাদে লক্ষ্মীছড়িতে গণপ্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৪ জুন ২০২১) সকালে লক্ষ্মীছড়ি এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত গণপ্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নের মেম্বার জয়মালা চাকমা, বিশিষ্ট মুরুব্বী আথোইমং মারমা, নির্মল চাকমা ও শিক্ষার্থী নিরন্ত চাকমা। সমাবেশের আগে বিক্ষোভ মিছিল বের করা হয়।

বক্তারা গত ১২ জুন রাতের আঁধারে পক্ষীমুড়োতে সনে রঞ্জন ত্রিপুরা নামে এক গ্রামবাসীর নিজ জায়গায় নির্মিত বাড়ি সেনা সদস্য দ্বারা ভেঙে দেয়া ও তার জায়গা বেদখল করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন রাতের অন্ধকারে এমন ঘৃণ্য কাজ ভূমিদস্যুতার সামিল।


বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের প্রতি রাষ্ট্র বরাবরই বৈষম্যমূলক আচরণ করে যাচ্ছে। পাহাড়িরা যেন এ রাষ্ট্রের নাগরিক নয়। রাষ্ট্রের এই বৈষম্য নীতির কারণেই পাহাড়িরা প্রতিনিয়ত নিপীড়ন-নির্যাতন ও শোষণ-বঞ্চনার শিকার হচ্ছে, নিজ বসতভিটা থেকে উচ্ছেদ করা হচ্ছে পাহাড়ি জনগণকে।

বক্তারা অবিলম্বে পক্ষীমুড়োতে ভূমি বেদখল ও পাহাড়ি উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধ করা ও সনে রঞ্জন ত্রিপুরার জায়গাটি ফেরত দিয়ে তার বাড়িটি পুনঃনির্মাণ করে দেয়ার জন্য সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।





0/Post a Comment/Comments