""

বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্রাশফায়ারে এলাকাবাসীর আতঙ্ক


বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
 ।। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের জারুলছড়ি এলাকায় আজ ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার ভোর রাত ৪টার সময় সেনাবাহিনীর অতর্কিত ব্রাশফায়ারে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে বাঘাইহাট সেনা জোন থেকে ১৫/১৬ জনের একটি সেনাদল বঙ্গলতলি ইউনিয়নের জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নেয়। সেনাদলটি আজ রবিবার ভোররাত ৪টার সময় কোন কারণ ছাড়াই অতর্কিতে কয়েক রাউন্ড ব্রাশফায়ার করে। এতে ঘুমন্ত এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

পরে আজ সকাল ৯টার দিকে সেনা সদস্যরা সেখান থেকে ক্যাম্পে ফিরে যায় বলে জানা গেছে।

এদিকে, করোনা মহামারির কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আজ শিক্ষা প্রতিষ্ঠান খোলার দিনই বিদ্যালয়ে সেনা সদস্যদের অবস্থান ও এমন ব্রাশফায়ারের ঘটনায় এলাকাবাসী ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।





0/Post a Comment/Comments