""

নান্যাচরে গ্রামবাসীদের বিরোধকে কেন্দ্র করে সেনা চৌকি স্থাপনের পাঁয়তারা


নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
 ।। রাঙামাটির নান্যাচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সৈয়ন্দর পাড়া নামক গ্রামে গ্রামবাসীদের মধ্যেকার বিরোধকে কেন্দ্র করে সেখানে একটি সেনা চৌকি স্থাপনের পাঁয়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, উক্ত গ্রামে মোট ৪০ পরিবারের বসবাস। মাস দেড়েক আগে গ্রামের তিন পরিবার মিশনারীদের প্রলোভনে পড়ে খ্রীষ্টান ধর্মে দীক্ষিত হলে অপর গ্রামবাসীরা তাতে আপত্তি জানায়। এই নিয়ে তাদের মধ্যে সামাজিক বিরোধ দেখা দেয়।

এদিকে গ্রামবাসীদের মধ্যেকার উক্ত বিরোধকে কাজে লাগিয়ে স্থানীয় সেনাবাহিনী ফায়দা লুটার চেষ্টা চালাচ্ছে বলে গ্রামবাসীরা অভিযোগ করেছেন।

বর্তমানে ঐ এলাকায় একটি সেনা চৌকি স্থাপনের পাঁয়াতরা চলছে অভিযোগ করে গ্রামবাসীরা জানান, তারা এখন নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। নানা হয়রানির শিকার হওয়ারও আশঙ্কা প্রকাশ করেন তারা।

গ্রামবাসীরা তাদের সামাজিক সমস্যা নিয়ে হস্তক্ষেপ ও অহেতুক হয়রানি না করার জন্য স্থানীয় সেনা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।





0/Post a Comment/Comments