""

মাটিরাঙ্গায় সেনা মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক এক ব্যক্তিকে অপহরণ, জনগণের প্রতিবাদের মুখে মুক্তি


মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
 ।। খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজার থেকে আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর ২০২১) বিকালে সেনা মদদপুষ্ট নব্য মুখোশ সন্ত্রাসীরা কমল ত্রিপুরা (২৭) নামে এক ব্যক্তিকে অপহরণ করে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের প্রতিবাদের মুখে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।

ভুক্তভোগী কমল ত্রিপুরা পেশায় একজন ভাড়ায় মোটর সাইকেল চালক। তার বাড়ি মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদাই পাড়া গ্রামে। তার পিতার নাম মৃত কুচাই চন্দ্র ত্রিপুরা।

জানা যায়, আজ বিকাল ৪টার সময় কমল ত্রিপুরা তার ভাড়ায় চালিত মোটর সাইকেল নিয়ে মাটিরাঙ্গা বাজারে যান। এরপর সেখান থেকে সেনাদের লালিত নব্য মুখোশ সন্ত্রাসীরা তাকে অপহরণ করে তাদের আস্তানায় নিয়ে যায়।

পরে খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণ এ ঘটনার ব্যাপক প্রতিবাদ জানায় এবং তাকে ছেড়ে দেয়ার জন্য সন্ত্রাসীদের চাপ সৃষ্টি করে। এরপর সন্ত্রাসীরা কমল ত্রিপুরাকে ছেড়ে দিতে বাধ্য হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নব্য মুখোশ সন্ত্রাসীরা মাটিরাঙ্গা বাজারে সেনা-প্রশাসনের ছত্রছায়ায় অবস্থান করে অপহরণ-মুক্তিপণ আদায়, খুন, চাঁদাবাজিসহ নানা অপকর্ম সংঘটিত করে আসছে। কিন্তু জনগণের নানা অভিযোগ সত্ত্বেও প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ তো দূরে থাক, বরং সন্ত্রাসীরা যাতে নিরাপদে অপকর্ম করতে পারে সে ব্যবস্থাই তারা করে দিয়েছে। ফলে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে নানা অপরাধ কর্ম সংঘটিত করছে।





0/Post a Comment/Comments