""

ঘিলাছড়ির সৈয়ন্দর পাড়ায় সেনা চৌকি স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ।। রাঙামাটির নান্যাচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সৈয়ন্দর পাড়ায় সেনা চৌকি স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছেন ঘিলাছড়ি এলাকাবাসী।

আজ শনিবার (১১ সেপ্টেম্বর ২০২১) সকাল ১০টার সময় ঘিলাছড়ি ইউনিয়ন এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে ঘিলাছড়ি সেনা ক্যাম্প থেকে সৈয়ন্দর পাড়ায় সেনা চৌকি স্থাপনের জন্য ষড়যন্ত্র চলছে। তারই অংশ হিসেবে সেখানে সেনা চৌকি স্থাপন করা হচ্ছে।

তারা বলেন পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে অস্থায়ী সকল সেনা ক্যাম্প প্রত্যাহারের শর্ত থাকলেও তা মানা হচ্ছে না। উল্টো নতুন নতুন সেনা ক্যাম্প স্থাপন করে পাহাড়িদের উপর দমন-পীড়ন বৃদ্ধি করা হচ্ছে।


এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করে বলেন, সৈয়ন্দর পাড়ায় নতুন সেনা চৌকি স্থাপন করায় স্থানীয় জনসাধারণ আতঙ্কে দিনযাপন করছেন। তারা ভয়ে গ্রামে স্বাভাবিকভাবে বসাবাস করতে পারছেন না। সেখানে সেনা চৌকি স্থাপনের মাধ্যমে ভূমি বেদখলের পাঁয়তারা চালানো হচ্ছে বলেও বক্তারা অভিযোগ করেন।

সমাবেশ থেকে এলাকাবাসী সৈয়ন্দর পাড়ায় সেনা চৌকি স্থাপনের বিরোধিতা করেন এবং তা অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে ঘিলাছড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামের জনসাধারণ ও মুরুব্বীরা অংশগ্রহণ করেন।





0/Post a Comment/Comments