""

গুইমারার সাইংগুলি পাড়া এলাকায় সেনাবাহিনীর তল্লাশি!


গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ।
। খাগড়াছড়ির গুইমারা উপজেলার সাইংগুলি পাড়া এলাকায় সেনাবাহিনীর সদস্যরা দোকানে বসে থাকা ও রাস্তায় চলাচলকারী সাধারণ জনগণকে তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (১৬ অক্টোবর ২০২১) গুইমারা বাজারে সাপ্তাহিক হাটের দিন। সকাল সাড়ে ১১টার সময় গুইমারা ব্রিগেড থেকে একদল সেনা সদস্য সাইংগুলি পাড়া এলাকায় গিয়ে স্থানীয় দোকানে বসে থাকা ও রাস্তায় চলাচলকারী জনগণকে তল্লাশি শুরু করে। হঠাৎ এভাবে তল্লাশির ফলে জনমনে ভীতির সঞ্চার হয়।

এ সময় সেনাদের তল্লাশির শিকার হন বরইতলি গ্রামের বাসিন্দা ও মোটর সাইকেল চালক ম্রাথোই মারমা (২৬) ও রিচাই মারমা (৪০) এবং সাইংগুলি পাড়ার বাসিন্দা ও বর্তমান মেম্বার পদপ্রার্থী রুইয়ু মারমা।

রুইয়ু মারমা স্থানীয় একজন দোকানদারও। সেনারা তার দোকানেও তল্লাশি চালায়। তাকে দোকানের ফ্রিজ খুলে দেখাতে বাধ্য করা হয়।

এছাড়া গুইমারা বাজার থেকে ফেরার পথে উবাই মারমা (৪২) নামে এক নারী সেনাদেরকে বাজারের ব্যাগ খুলে দেখাতে বাধ্য হন।

সেনাবাহিনীর এমন হয়রানিমূলক তল্লাশি কার্যক্রমে এলাকার জনগণ অসন্তোষ প্রকাশ করেছেন।





0/Post a Comment/Comments