""

মাইসছড়ি ও মরাটিলায় ভূমি বেদখলের প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপির বিক্ষোভ


খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
 ।। খাগড়াছড়ি জেলাধীন মহালছড়ির মাইসছড়ি ও পানছড়ির মরাটিলায় সেটলার বাঙালি কর্তৃক পাহাড়িদের ভূমি বেদখলের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।

আজ শুক্রবার (৮ অক্টোবর ২০২১) বেলা ১১.৩০ টায় খাগড়াছড়ি সদর এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি’র খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক নরেশ ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এন্টি চাকমা।

বক্তারা বলেন, সম্প্রতি মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে সেটলার বাঙালিরা পাহাড়িদের মালিকানাধীন ভূমি বেদখলের পাঁয়তারা চালাচ্ছে এবং জোরপূর্বক বেদখল করে নিচ্ছে। গত ৫ ও ৬ অক্টোবর মাইসছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় পাহাড়িদের মালিকানাধীন জায়গা বেদখল করে সেটলাররা ঘরবাড়ি নির্মাণ করেছে বলে তথ্য পাওয়া গেছে। এর আগেও সেটলাররা উক্ত ইউনিয়নের হাজাছড়া ও রবিচন্দ্র পাড়ায় জোরপূর্বক ভূমি বেদখলের চেষ্টা চালিয়েছে। অপরদিকে পানছড়ির মরাটিলায় দেব রঞ্জন ত্রিপুরার ৫ একর জায়গা বেদখলে সেটলাররা বার বার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে গত ৪ অক্টোবর তার রোপনকৃত ৭ শতাধিক কলাগাছ কেটে দিয়ে সাবাড় করে দিয়েছে সেটলাররা। কিন্তু প্রশাসন ও নিরাপত্তা বাহিনী এসব বন্ধে কোন পদক্ষেপ না নিয়ে উল্টো ভূমি বেদখলকারীদের পক্ষাবলম্বন করে থাকে বলে বক্তারা অভিযোগ করেন।


বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে শুধু সেটলার কর্তৃক নয়, সরকার কথিত উন্নয়ন-পর্যটনের নামে, কিংবা বিভিন্ন বাহিনীর ক্যাম্প স্থাপনের নামে পাহাড়িদের ভূমি বেদখল করে তাদেরকে নিজ ভূমি-বসতভিটা থেকে উচ্ছেদ করা হচ্ছে। সমতলেও সংখ্যালঘু জাতিসত্তাসমূহকে ভূমি থেকে উচ্ছেদে সরকারি-বেসরকারিভাবে নানা চক্রান্ত জারি রাখা হয়েছে। ফলে পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের সংখ্যালঘু জাতিসত্তাগুলো চরম অস্তিত্ব সংকটের মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছেন।

বক্তারা গত ৫ অক্টোবর খাগড়াছড়ির রামগড় সদরের মাষ্টার পাড়ায় সেটলার আরফিন শরীফ পাটোয়ারি কর্তৃক ৬০ বছর বয়সী চাইথোয়াই মারমাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং খুনিকে সর্বোচ্চ সাজা দেয়ার দাবি করেন।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে অব্যাহত ভূমি বেদখলের ষড়যন্ত্র বন্ধ করা, বেদখলকৃত সকল ভূমি ফিরিয়ে দেয়া, ভূমি বেদখলে জড়িত সেটলারদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা ও পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকার নিশ্চিত করার দাবি জানান।

 





0/Post a Comment/Comments