বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
রাঙামাটির বাঘাইছড়িতে প্রতিপক্ষ দুই গ্রুপের সংঘাতে দুই জন নিহত হয়েছেন।
আজ বুধবার (২৯ ডিসেম্বর ২০২১) দুপুরে উপজেলার রুপকারী ইউনিয়নের দুই কিলো নামক স্থানে এ ঘটনা ঘটে।
সংঘটিত এ ঘটনায় নিহতরা হলেন- জানং চাকমা (৩০) ও তুজিম চাকমা (৩৫)। এছাড়া মনির হোসেন (২৫) নামে একজন পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন বলে জানা গেছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতদের মধ্যে জানং চাকমা সেনা মদদপুষ্ট মুখোশ বাহিনীর সশস্ত্র কমাণ্ডার বলে নিশ্চিত হওয়া গেছে। আর অপর নিহত ব্যক্তি তুজিম(?) চাকমাকে সন্তু লারমা নেতৃত্বাধীন ‘জেএসএস-এর কর্মী’ বলা হলেও প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের ভাষ্যমতে, দুপুর ১২টার দিকে তারা বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। পরে জানতে পারেন সেখানে দু’জন লোক মারা গেছেন। এ ঘটনার পর এলাকার জনমনে আতঙ্ক দেখা দেয়।
বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান দু’জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।