আজ ২৬ডিসেম্বর ২০২১ সকালে পার্টি পতাকা উত্তোলন ও অস্থায়ী শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পার্টির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ইউপিডিএফ সংগঠক এডিসন চাকমা, ঝিমিত চাকমা ও অন্যান্য কর্মীরা। আপন দেবী ত্রিপুরার নেতৃত্বে শহীদ পরিবারের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আর গণতান্ত্রিক যুব ফোরাম ও পিসিপির পক্ষে নক্ষত্র লাল ত্রিপুরা ও অনিমেষ চাকমার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং এলাকাবাসীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন রুইউ মারমা ও যুব নেতা নিপ্রু মারমা।
পরে “বিজয় অর্জনে প্রস্তুত হোন,সংগ্রামী বন্ধুদের ঐক্য সংহতি জোরদার করুন” শ্লোগানে ইউপিডএফ’র গুইমারা-মাটিরাঙ্গা ইউনিট সমন্বয়ক এডিসন চাকমার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এডিসন চাকমা পার্টির বার্তা পড়ে শোনান।
সভা শেষে শিশু-কিশোরদের খেলাধুলার আয়োজন করা হয় এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সমাপ্ত করা হয়।