""

দীঘিনালায় নানা কর্মসূচিতে ইউপিডিএফের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
 ।। খাগড়াছড়ির দীঘিনালায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ ২৬ ডিসেম্বর ২০২১, রবিবার ইউপিডিএফের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকাল ৯টায় দলীয় সঙ্গীতের মাধ্যমে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। দলীয় পতাকা উত্তোলন করেন ইউপিডিএফের দীঘিনালা ইউনিট সমন্বয়ক মিল্টন চাকমা। এরপর অস্থায়ী শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। কর্মর্সচির মধ্যে আরো ছিল চা চক্র এবং রচনা ও কুইজ প্রতিযোগীতা।


পরে অনুষ্ঠানে ইউপিডিএফ দীঘিনালা উপজেলা ইউনিটের সমন্বয়ক মিল্টন চাকমার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক সজীব চাকমা। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের দীঘিনালা উপজেলা সভাপতি জ্ঞান প্রসাদ চাকমা, পিসিপি দীঘিনালা উপজেলা সভাপতি অনন্ত চাকমা ও শুকনাছড়ি গ্রামের বিশিষ্ট মুরুব্বী বিমল কান্তি চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপিডিএফ সংগঠক সুজয় চাকমা।


অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোরসহ এলাকার জনসাধারণ অংশগ্রহণ করেন।

রচনা প্রতিযোগীতা এবং কুইজ কুইজ পরিচালনা করেন সজীব চাকমা। এতে স্কুল, কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কুইজ কুইজে পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত, লড়াই সংগ্রাম বিষয়ক,ভারতীয় উপমহাদেশ, বিশ্বের সফল বিপ্লব, ভূগোল বিষয়ক সাধারণ জ্ঞান, ভাষা ও সাহিত্য বিষয়ে প্রশ্ন ছিল।


দুপুরের চা চক্র অনুষ্ঠানে ইউপিডিএফ’র দীঘিনালা ইউনিট সমন্বয়ক সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সুজয় চাকমা। ইউপিডিএফ সংগঠক অতল চাকমার সঞ্চালায় অনুষ্ঠানে দীঘিনালা সদর, কৃপাপুর, হেডম্যান পাড়া, নোয়াপাড়া, বাঘাইছড়ি, রাস্তা মাথা, নুনছড়ি, চিনেলছড়া, জোড়া ব্রিজ, নিত্যগান, মুড়োপাড়া হতে কার্বারি, শিক্ষক, হেডম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






0/Post a Comment/Comments