""

‘বাংলাদেশে গণতন্ত্র নাই জান না?’: জনৈক বিজিবি সদস্য


 ইউপিডিএফের টাঙানো ব্যানার নামাচ্ছে এক বিজিবি সদস্য


পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ।। পানছড়ি উপজেলায় বিভিন্ন স্থানে ইউপিডিএফের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার, ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এগুলো জোর করে নামিয়ে ফেললে লোগাঙের বাবুরো পাড়ায় এলাকার লোকজনের সাথে বিজিবির এ নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পযায়ে বিজিবির এক সদস্য প্রতিবাদী লোকজনকে ধমক দিয়ে বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র নেই জান না?’

খোঁজ নিয়ে জানা যায়, অন্যান্য স্থানের মতো লোগাঙ বাজারের আনুমানিক দুই কিলোমিটার উত্তরে বাবুরো পাড়ায়ও ইউপিডিএফ-এর কর্মীরা বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন টাঙায়।
তবে আজ (২৬ ডিসেম্বর) সকালে লোগাং ক্যাম্প থেকে এক দল বিজিবি সদস্য সেখানে গিয়ে জোর করে ফেস্টুনগুলো নামিয়ে ফেলে।

একজন প্রত্যক্ষদর্শী এ প্রতিবেদককে জানান, এ সময় স্থানীয় লোকজন বিজিবির উক্ত অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং বিজিবি সদস্যদের সাথে বিতর্কে লিপ্ত হয়।

ফেস্টুন, ব্যানার, পোস্টার টাঙানো নাগরিকদের একটি মৌলিক গণতান্ত্রিক অধিকার এমন যুক্তি দিয়ে গ্রামবাসীরা বিজিবিকে প্রশ্ন করেন ‘আপনারা সেগুলো নামিয়ে ফেললেন কেন?’

বাক বিতণ্ডার এক পযায়ে এক বিজিবি সদস্য বলেন ‘বাংলাদেশে গণতন্ত্র নেই জান না?’

শেষে উক্ত বিজিবি সদস্য তাদের অসহায়ত্বের কথা স্বীকার করে বলেন যে, চাকুরী বাঁচাতে তাদেরকে এসব নির্দেশ পালন করতে হয়।

বিজিবি সদস্যরা শিশু র‌্যালী না করারও হুকুম দেয়, কিন্তু তাদের সে কথায় কেউ কর্ণপাত করেনি।

বিজিবি-গ্রামবাসীর বাকবিতণ্ডা সম্পর্কে একজন স্থানীয় শিক্ষক মন্তব্য করে সিএইচটি নিউজকে বলেন, ‘অত্যাচারীরা যতই শক্তিশালী ও ক্ষমতাধর হোক এক সময় তাদেরকে ন্যায়ের কাছে হার মানতে হয়। কেউ অন্যায় কাজ করলে সে কখনই মাথা সোজা করে দাঁড়াতে পারে না। যেহেতু ইউপিডিএফ কোন অন্যায় কাজ করছে না, তাই তাদের একদিন জয় হবে।’

এদিকে আরও জানা গেছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাবুরো পাড়া ছাড়াও পানছড়ির করল্যাছড়ি ও তালতলা থেকেও ইউপিডিএফ-এর টাঙানো ফেস্টুন ও ব্যানার নামিয়ে ফেলেছে।

তালতলার ফেস্টুনগুলো রাতের মধ্যেই সরিয়ে দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।





0/Post a Comment/Comments