মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ ।। খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলোর গোমতি ইউনিয়ন এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
২৬ ডিসেম্বর ২০২১, রবিবার সকাল ১০টায় ‘উইসেল ওভার কাম’ গানটি পরিবেশনের মধ্যে দিয়ে দলীয় পতাকা উত্তোলন করেন ইউপিডিএফ-এর মাটিরাঙ্গা ইউনিটের সংগঠক সুইমং মারমা।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইউপিডিএফ সংগঠক সুইমং মারমার সভাপতিত্বে ও সদস্য পিবির চাকমার সঞ্চালনা বক্তব্য রাখেন ইউপিডিএফে সদস্য দত্ত চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুইন ত্রিপুরা প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ঢাকায় সম্মেলনের মধ্যে দিয়ে পাবর্ত্য চট্টগ্রামের পূর্ণস্বায়ত্তশাসনে দাবিতে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিন ফ্রন্ট (ইউপিডিএফ) গঠিত হয়েছিল। গঠনের পর থেকে দীর্ঘ ২৩ বছরে পার্টি নানা ঘাত-প্রতিঘাত, শাসকগোষ্ঠীর অব্যাহত দমন-পীড়ন মোকাবেলা করে পার্টি শান্তিপূর্ণ ও গণতন্ত্রিক পন্থায় পাবর্ত্য চট্রগ্রামের জনগের নায্য অধিকার আদায়ের লক্ষে লড়াই সংগ্রাম করে যাচ্ছে। আমাদেরকে এই পার্টির নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত-শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি নিপীড়ন মুক্ত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।
বক্তারা অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের ঝাঁপিয়ে পড়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।