সকালে শুরুতে “আমরা করবো জয়” গানের মাধ্যমে ইউপিডিএফের দলীয় পতাকা উত্তোলন করে সম্মান জানানো হয়।
এরপর যাবতকালে অধিকার আদায়ের আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদদের স্মরণে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে অনুষ্ঠিত সভায় ইউপিডিএফ’র রাঙামাটি সদর উপজেলার সমন্বয়ক সচল চাকমার সভাপতিত্বে ও জয়েন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন জিদং চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি নিকন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ধর্মশিং চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের প্রতিনিধি উর্নিশি চাকমা।
বক্তারা পার্বত্য চট্টগ্রামের অধিকার প্রতিষ্ঠা ও জাতীয় অস্তিত্ব রক্ষার্থে পুর্ণস্বায়ত্তশাসনের আন্দোলন জোরদার করার আহ্বান জানান।