""

মানিকছড়িতে ইউপিডিএফ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা


মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
।। খাগড়াছড়ির মানিকছড়িতে ইউপিডিএফ’র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৭ ডিসেম্বর ২০২১) সকালে ইউপিডএফ’র স্থানীয় ইউনিট এই আলোচনা সভার আয়োজন করে। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

“জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ইউপিডিএফ” এই শ্লোগানে এবং “দাস সুলভ বশ্যতা স্বীকারে নারাজ তারা এসো ইউপিডিএফ-এর পতাকাতলে” এই আহ্বানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপিডিএফ’র মানিকছড়ি ইউনিটের সমন্বয়ক ক্যহ্লাচিং মারমা। এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের মানিকছড়ি উপজেলা সভাপতি অংহ্লাচিং মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের বাটনাতলী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আথোই মারমা এবং এলাকাবাসী পক্ষ থেকে  বক্তব্য রাখেন সুদুঅং মারমা, লাব্রসাই মারমা, বাবু মারমা প্রমুখ।


আলোচনা সভা সঞ্চালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদের মানিকছড়ি উপজেলা সাংগঠনিক সম্পাদক অংসাহ্লা মারমা।

সভায় ক্যহ্লাচিং মারমা বলেন, পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল ও অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে লড়াইকারী দল ইউপিডিএফ নানা বাধা বিপত্তি অতিক্রম করে ২৩ বছর পার করেছে। শত দমন-পীড়নেও ইউপিডিএফের লড়াই থামিয়ে রাখা যায়নি, ভবিষ্যতেও যাবে না।

তিনি শাসকগোষ্ঠীর সেবাদাস না হয়ে জাতির অস্তিত্ব রক্ষা ও অধিকার আদায়ের লক্ষ্যে ইউপিডিএফের পতাকাতলে সমবেত হয়ে আগামী দিনের লড়াই-সংগ্রামকে এগিয়ে নেয়ার জন্য ছাত্র-যুব সমাজসহ সর্বস্তেরের জনগণের প্রতি আহ্বান জানান।





0/Post a Comment/Comments