""

রাঙামাটির তিন ইউনিয়নে বৈ-সা-বি’র শোভাযাত্রা (ছবি)

ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার আহ্বান


রাঙামাটি প্রতিনিধি
, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২


ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার আহ্বানে পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের ঐতিহ্যবাহী জাতীয় উসব বৈ-সা-বি (বৈসুক, সাংগ্রাই, বিঝু, বিষু, বিহু) উপলক্ষে রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি ও সাপছড়ি এবং নান্যাচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে আনন্দ শোভাযাত্রা ও নদীতে ফুল ভাসানো অনুষ্ঠানের আয়োজন করে এলাকাবাসী।

আজ ১২ এপ্রিল ২০২২২, মঙ্গলবার সকালে তিনি ইউনয়নে পৃথকভাবে ‘বৈসাবি উদযাপন কমিটি’র আয়োজিত এসব অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধি, কার্বারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিশু-কিশোর, যুবক-যুবতীসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের মূল ব্যানার শ্লোগান ছিল “জুম্মজাতীয় অস্তিত্ব-সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হোন, ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করুন”।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ‘সংঘাত নয়, ঐক্য চাই’; ‘আমরা ভ্রাতৃঘাতি সংঘাত চাই না’; ‘ভ্রাতৃঘাতি সংঘাত থেকে মুক্তি চাই’; ‘ভাইয়ে ভাইয়ে হানাহানি নয়, ঐক্য চাই’; ‘সমৃদ্ধির জন্য চাই শান্তি’; ‘ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধিয়ে দেওয়ার ষড়যন্ত্র রুখো’ ইত্যাদি শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড-ব্যানার বহন করেন।

* কুদুকছড়ি ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানের ছবি:







* সাপছড়ি ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানের ছবি:




* ঘিলাছড়ি ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানের ছবি:




----





0/Post a Comment/Comments