সিএইচটি নিউজ
বুধবার, ১৩ এপ্রিল ২০২২
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন বঙ্গলতলি ইউপির জারুলছড়ি গ্রামের এই দরিদ্র নারী বিঝু উৎসব পালনের জন্য কিছু টাকা পেতে বিক্রির জন্য গাছের রদ্দাটি পিঠে করে বাজারে নিয়ে যাচ্ছেন। এ জন্য তাকে কয়েক মাইল পাহাড়ি পথ পাড়ি দিতে হবে। ছবিটি ৮ এপ্রিল তোলা। সৌজন্যে: সুকর্ণ
---