বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৩ মে ২০২২
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলীতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর উদ্যোগে কৃষকের পাকা ধান কাটায় সহায়তা প্রদান করা হয়েছে।
আজ সোমবার (২৩ মে ২০২২) বঙ্গলতলি ইউনিয়নের দুলুবন্যা এলাকায় ইউপিডিএফ’র বাঘাইছড়ি ইউনিটের সংগঠক পরান্টু চাকমার নেতৃত্বে এই ধানকাটা সহায়তা প্রদান করা হয়।
ধানকাটা শেষে পরান্টু চাকমা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ইউপিডিএফ জনগণের পার্ট। জনগণই এই পার্টির মূল শক্তি। তাই পার্টি সব সময় জনগণের পাশে রয়েছে। তিনি বলেন, জনগণ ও পার্টি একমন একপ্রাণ হয়ে কাজ করে অসম্ভবকেও সম্ভব করে তোলা যায়। জনগণ ও পার্টি ঐক্যবদ্ধ হলে আমরা নিশ্চয় অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সফল হবো।
ইউপিডিএফ’র উক্ত ধানকাটা কর্মসূচিতে স্থানীয় এলাকার নারী-পুরুষও অংশগ্রহণ
করেন।
----