""

‘বাঁচতে হলে এক সাথে বাঁচবো, মরতে হলে এক সাথে মরবো’ (ভিডিও)

লামায় ক্ষতিগ্রস্ত পাড়াবাসীর প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৩ মে ২০২২


বান্দরবানের লামায় সরই ইউনিয়নে লামা রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃক ম্রো ও ত্রিপুরা পাড়াবাসীদের জুমের জমি, বাগান-বাগিচা, জুমের খেত আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পাড়াবাসী। গতকাল রবিবার (২২ মে ২০২২) কমিটি এই শুনানির আয়োজন করে।

কমিটির প্রস্তাব নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ওই এলাকার বাসিন্দা বৈসুরাম ত্রিপুরা।

তিনি বলেন, এরা (তদন্ত কমিটি) আগের মতোই প্রত্যেক পরিবারকে ৫ একর করে জমি দেয়ার প্রস্তাব দেয়। কিন্তু আমরা সবাই বলেছি “পাড়াবাসীর ৪০০ একর জমি না দিলে আমরা মানবো না। বাঁচতে হলে এক সাথে বাঁচবো, মরতে হলে এক সাথে মরবো, জায়গা না দিলে সবাইকে এ্যারেস্ট করে নাও, প্রয়োজনে গুলি করে দাও”।

তিনি তদন্ত কমিটির বিরুদ্ধে তাদেরকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টারও অভিযোগ করেছেন।

তারা (তদন্ত কমিটি) হুমকি ও ভয় দেখিয়ে আমাদেরকে বলেছে, ‘তোমরা যদি আমাদের কথা না মানো তাহলে তোমাদের কোন আবেদন কেউ শুনবে না’- বলেন তিনি।

ভিডিওটি সংগৃহিত।

 

 ----






0/Post a Comment/Comments