সিএইচটি নিউজ প্রতিবেদক, চট্টগ্রাম
শনিবার, ২৭ আগস্ট ২০২২
লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক রংধজন ত্রিপুরা বলেন, ভূমিদস্যুদের কোন ধর্ম নেই, তাদের কোন জাত-পরিচয় নেই, এদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।
গতকাল শুক্রবার (২৬ আগস্ট ২০২২) বিকালে চট্টগ্রাম নগরীতে চট্টগ্রামস্থ নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে ভূমিদস্যু লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক ভূমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা রংধজন ত্রিপুরা ও লাংকম ম্রোসহ ১১ জনের নামে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং খাগড়াছড়ির মহালছড়ির জয়সেন পাড়ায় সেনা ক্যাম্প স্হাপন করে ভূমি জবরদখলের ষড়যন্ত্রের প্রতিবাদে উক্ত সমাবেশের আয়োজন করা হয়।
রংধজন ত্রিপুরা ভূমিদস্যু লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর বিরুদ্ধে বেআইনিভাবে তাদের ভূমি জবরদখল করার অভিযোগ করেন। তিনি হুঁশিয়ার করে দিয়েছেন, ‘মামলা দিয়ে হয়রানি করে জুম্মজাতির ভূমি কেড়ে নিতে পারবেন না। রাজপথে যখন নেমেছি রাজপথে রক্ত দেবো’।
তিনি রাবার কোম্পানি কর্তৃক নিপীড়িত-নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের পাশে থেকে সহযোগিতা প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
বক্তব্যের বিস্তারিত উপরে সংযুক্ত ভিডিওতে দেখুন।