""

কাউখালীতে সেনাবাহিনী কর্তৃক পোস্টার ছিড়ে দেয়া ও একজনকে মারধরের অভিযোগ!

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৭ আগস্ট ২০২২

রাঙামাটির কাউখালীতে সেনাবাহিনী কর্তৃক ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বানে লাগানো পোস্টার ছিঁড়ে দেয়া ও এক নিরীহ ব্যক্তিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার (২৭ আগস্ট ২০২২) উক্ত ঘটনা ঘটে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (২৬ আগস্ট) কাউখালী উপজেলার বেতবুনিয়া, ফটিকছড়ি ইউনিয়ন এলাকায় ইউপিডিএফের স্থানীয় ইউনিটের উদ্যোগে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বানে বিভিন্ন স্থানে হাতে হাতে লেখা পোস্টার লাগানো হয়।

কিন্তু আজ শনিবার সেনাবাহিনীর সদস্যরা বেতবুনিয়া ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকায় লাগানো পোস্টারগুলো ছিঁড়ে ফেলে দেয় বলে জানা গেছে।

পোস্টারিংয়ের ছবি

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কাউখালি সদর সেনা ক্যাম্প থেকে ২০ জনের একদল সেনা সদস্য সিএনজিযোগে বেতবুনিয়া চৌধুরী পাড়ায় এসে দোকানসহ বিভিন্ন স্থানে লাগানো পোস্টারগুলো ছিঁড়ে দেয়। এ সময় সেনারা দোকানে অবস্থান করা লোকজনকে বাইরে বের করে ছবি তুলে ও ফোন নাম্বার নিয়ে যায়। সেনারা কোন কারণ ছাড়াই উচিংথোয়াই মারমা নামে এক দোকানদারকে মারধর করে এবং সাকিব মারমা নামে অপর এক ব্যক্তিকে অহেতুক নানা জিজ্ঞাসাবাদ করে হয়রানি ও হুমকি দেয় বলে এলাকাবাসী অভিযোগ করেন।

পোস্টার ছিঁড়ে দেয়া বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, ভাইয়ে ভাইয়ে মারামারি বন্ধের আহ্বান কি অন্যায় কিছু? আমরা সাধারণ জনগণ কখনোই ভাইয়ে ভাইয়ে মারামারি চাই না, সংঘাত চাই না। তাহলে সেনাবাহিনী কি চায় পাহাড়িদের মধ্যে মারামারি-হানাহানি চলতে থাকুক?

 





0/Post a Comment/Comments