""

সিন্দুকছড়ির ঠাণ্ডাছড়িতে ৭ গ্রামবাসীর ওপর সেনা নির্যাতনের প্রতিবাদ এলাকাবাসীর

গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৪ আগস্ট ২০২২

খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন সিন্দুকছড়ি ইউনিয়নের ঠাণ্ডাছড়িতে সেনাবাহিনী কর্তৃক ৭ গ্রামবাসীর ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন ঠাণ্ডাছড়ি এলাকাবাসী।

আজ রবিবার (১৪ আগস্ট ২০২২) বিকাল ৪টার সময় সিন্দুকছড়ি রাস্তার ওপর জনগণ বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা গতকাল (শনিবার) ঠাণ্ডাছড়িতে মহালছড়ি জোনের অধীন ধুমুনিঘাট সাবজোনের সেনা সদস্যদের দ্বারা ৭ গ্রামবাসীকে শারিরীক নির্যাতনের প্রতিবাদ জানান।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কুমেন্দ্র ত্রিপুরা ও জিতেন চাকমা।

বক্তারা অভিযোগ করে বলেন, এ এলাকায় সেনাবাহিনী কর্তৃক প্রতিনিয়ত পাহাড়িদের ওপর নিপীড়ন নির্যাতন করা হয়। গতকাল (শনিবার) বিকাল সাড়ে ৫টার সময় ধুমুনিঘাট সাবজোন থেকে ৫ জন সেনাসদস্য সাদা পোশাকে মোটর সাইকেলযোগে ঠান্ডাছড়িতে এসে কোন কারণ ছাড়া ১. কিরণজয় চাকমা (৩৩) পিতা- অজ্ঞাত, ২. কান্তিরাম চাকমা (৪২), পিতা- গৈলাসুর চাকমা, ৩. বনে রঞ্জন ত্রিপুরা(৩৫), পিতা- অজ্ঞাত, ৪. তারামণি চাকমা (৫০), পিতা- গুণ চন্দ্র চাকমা। ৫. হতাই নন্দ ত্রিপুরা (৫০) পিতা- ক্যাজাই ত্রিপুরা ৬. কিরণ মনু ত্রিপুরা (৪২) পিতা- সনানন্দ ত্রিপুরা ও ৭. রেতেনজয় ত্রিপুরা, (৩৫), পিতা- ডবলকুমার ত্রিপুরা-এর ওপর অমানুষিক শারিরীক নির্যাতন চালানো হয়েছে। আমরা সেনা সদস্যদের এমন কার্যকলাপের তীব্র নিন্দা জানাচ্ছি।

বক্তারা গতকালকের ঘটনায় জড়িত সেনাসদস্যদের অবিলম্বে বিচারের আওতায় এনে শাস্তি প্রদান ও সেনাশাসন প্রত্যাহার করে জনগণের ওপর জুলুম-নির্যাতন বন্ধ করার জোর দাবি জানান।

 





0/Post a Comment/Comments