পুত্রশোকে কান্নারত কৈলেশ্বর চাকমা |
গত ২৩ আগস্ট ২০২২ রাত ৮টার সময় রাঙামাটির লংগুদুতে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস-এর সশস্ত্র হামলায় নিহত হন ইউপিডিএফ সদস্য শ্যামল চাকমা ওরফে ভীম। তার মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। কিছুতেই শোক কাটিয়ে উঠতে পারছেন না নিহত শ্যামল চাকমার পিতা কৈলেশ্বর চাকমা।
কৈলেশ্বর চাকমা তার ছেলে শ্যামল চাকমাকে হত্যার জন্য সরাসরি সন্তু লারমাকে দায়ি করেছেন। তিনি আক্ষেপ করে বলেন, সন্তু লারমা ও শান্তিবাহিনীকে তিনি অনেক সহযোগিতা করেছেন, কিন্তু বিনিময়ে তারা তার ছেলেকে হত্যা করেছে।
তিনি ভাইয়ে ভাইয়ে মারামারি বন্ধ করতে সন্তু লারমার প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন।
নিহত শ্যামল চাকমার মা প্রিয়জিতা চাকমাও আক্ষেপ করে বলেন, শান্তিবাহিনী নেতা-কর্মীদের আমাদের বাড়িতে ভাত রান্ন করে খাইয়েছি, তাদের আদর-যত্ন করেছি। তাদেরকে জায়গা দিয়ে আগলে রেখেছিলাম। তিনি তার ছেলেকে মেরে ফেলায় মনে অনেক দুঃখ পেয়েছেন বলে জানান।
বিস্তারিত ভিডিওতে দেখুন: