বাঘাইছড়ি, সিএইচটি নিউজ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের তলছড়া এলাকায় সেনাবাহিনী ও বিজিবি কর্তৃক বৌদ্ধ ভিক্ষুদের একটি অস্থায়ী ধর্মীয় উপাসনালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রবিবার (১১ সেপ্টেম্বর ২০২২) দুপুরে মারিশ্যা ইউনিয়নের তলছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।জানা যায়, গততাল দুপুর আনুমানিক ২টার সময়ে সেনাবাহিনীর করঙাতলী ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন মো. আশিফ ও ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধীন দজর বিজিবি ক্যাম্পের সুবেদার মো. তাহেরের নেতৃত্বে যৌথ বাহিনীর ৩০ জনের একটি দল তলছড়া এলাকায় হানা দেয়৷ এ সময় সেনা ও বিজিবি সদস্যরা কোন কারণ ছাড়াই সেখানে থাকা বৌদ্ধদের অস্থায়ী উপাসনালয়টি ভেঙ্গে দেয় এবং সেখানে থাকা চেয়ার, টেবিল ও অন্যান্য আসবাবপত্রগুলোও ভেঙ্গে ফেলে দেয়।
প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যমতে আরো জানা যায় যে, আসবাবপত্রগুলো ভেঙ্গে ফেলার পর সেনারা সেখানে টাঙানো বৌদ্ধ পতাকাটি নিচে নামিয়ে সেই পতাকাটা দিয়ে প্রথমে তাদের অস্ত্রগুলোকে পরিস্কার করে এবং তারপর তাদের বুটজুতার নোংরা মুছে পতাকাটিকে ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়।
স্থানীয়রা সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের এহেন ধর্মীয় অবমাননাকর গর্হিত কাজের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন।
নোট: অনলাইনে পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ফলে ঘটনাটির সত্যতা যাচাই ও এ সম্পর্কে বিস্তারিত তথ্য আর জানা সম্ভব হয়নি।