""

সুবলংয়ে সেনাবাহিনী কর্তৃক বৌদ্ধ বিহারে তল্লাশি ও পুণ্যার্থীদের হয়রানির অভিযোগ

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১২ অক্টোবর ২০২২

রাঙামাটির বরকল উপজেলার সুবলং-এ সেনাবাহিনী কর্তৃক ধর্মীয় অনুষ্ঠান চলাকালে একটি বৌদ্ধ বিহারে তল্লাশি ও পুণ্যার্থীদের হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার (১১ অক্টোবর ২০২২) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে সুবলং ইউনিয়নের বাঘাছোলা জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান চলছিল। এমন সময় রাঙামাটি সেনা জোনের কমাণ্ডার লে. কর্নেল আতিকুর রহমান ও সুবলং সাব-জোনের কমাণ্ডার ক্যাপ্টেন আওয়াল এর নেতৃত্বে প্রায় ১২০ জনের একটি সেনাদল উক্ত বৌদ্ধ বিহারে গিয়ে প্রথমে বিহারটির চতুর্দিকে ঘেরাও করে। পরে সেনারা বিহারের ভিতর ও বাইরে তল্লাশি চালায়।

সেনাবাহিনীর এমন আচরণে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আতঙ্কিত হয়ে পড়েন। এক পর্যায়ে সেনাদলটি অনুষ্ঠানস্থল থেকে সুজল চাকমা (২৬), পিতা-মৃত দীনবন্ধু চাকমা, গ্রাম-নন্যাছড়া ও জীবন চাকমা (২৪), পিতা-শান্তি কুমার চাকমা নামে দুই ব্যক্তিকে ধরে আলাদা আলাদা স্থানে নিয়ে গিয়ে নানা হয়রানি ও মানসিক নিযাতন চালায়। পরে তাদের ছেড়ে দিয়ে সেনারা সেখান থেকে চলে যায় বলে স্থানীয়রা জানান।

 





0/Post a Comment/Comments