রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
ইউপিডিএফের রামগড় ইউনিট গত ১৩ নভেম্বর ২০২২ রামগড়ের অন্তু পাড়া নামক গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭ বোতল বিদেশী মদ জব্দ করে। উক্ত জব্দকৃত মদ আজ শুক্রবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিগণের উপস্থিতিতে রাস্তায় ঢেলে দিয়ে নষ্ট করা হয়।
এ সময় ইউপিডিএফের নেতৃবৃন্দ সমাজ থেকে মাদক দূর করতে এলাকার জনসাধারণের প্রতি আহ্বান জানান। তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে ছাত্র-যুব সমাজকে মাদকাসক্ত রেখে কায়েমী স্বার্থীবাদী গোষ্ঠি নিজেদের লক্ষ্য হাসিল করতে চায়। মূলত ছাত্র-যুবকদের আন্দোলন বিমুখ করাই তাদের প্রধান লক্ষ্য। তবে ইউপিডএফ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার রয়েছে।
নেতৃবৃন্দ ছাত্র-যুব সমাজসহ এলাকার জনসাধারণকে এ ব্যাপারে সজাগ ও সতর্ক থেকে সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।