""

ইউপিডিএফ-এর দুই যুগপূর্তি উপলক্ষে চবিতে পিসিপি'র আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শন

চবি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২

ইউপিডিএফ প্রতিষ্ঠার ২ যুগপূর্তি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

আজ ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার সন্ধ্যা ৭টার সময় অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদের চবি শাখার সাধারণ সম্পাদক সোহেল চাকমা ও সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি নিউটন চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল ত্রিপুরা।

সুনীল ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রামের জনগণের স্বায়ত্তশাসন লড়াইয়ের একমাত্র পার্টি ইউপিডিএফ প্রতিষ্ঠার দুই যুগ পূর্তি নিপীড়িত-নির্যাতিত জনগণের জন্য আশাব্যঞ্জক ও অনুপ্রেরণার। এই মহান পার্টি ৯৭'পার্বত্য চুক্তিতে সরকার ও জেএসএস কতৃক প্রতারিত ও হতাশায় নিমজ্জিত পার্বত্য চট্টগ্রামের জনগণের মাঝে নতুন আশা ও উদ্দীপনা  জাগিয়েছে। জনগনের সুখে দুঃখে যেমন এই পার্টি থেকেছে তেমনি জনগণ এই পার্টিকে রক্ষা করেছে। বর্তমান সময়ে ছাত্র-যুবক ও জনগণ এক মন ও এক প্রাণ হলে পার্বত্য চট্টগ্রামের মুক্তিকামী জনগনের বিজয় অনিবার্য।

সভাপতি নিউটন চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের জনগণের প্রাণের দাবি স্বায়ত্তশাসন। তথাকথিত শান্তি চুক্তির মধ্যে দিয়ে এই অধিকার প্রতিষ্ঠা হয়নি। চুক্তির মাধ্যমে জেএসএস নেতৃত্ব রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে শুধুমাত্র খড়-কুটো ধরে বেঁচে থাকার চেষ্টা করছে। একমাত্র নতুন যুগের পার্টি ইউপিডিএফ জনগনের প্রাণের দাবি স্বায়ত্তশাসন আদায়ে সক্ষমতা রাখে। তাই "প্রতিরোধের ২৪ বছরে" এসে ছাত্র-যুবক জনগণকে আরো অধিকতর সক্রিয় জাতীয় ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভা শেষে “সংগ্রামী ঐতিহ্যর ধারাবাহিকতায় ইউপিডিএফ” শীর্ষক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।






0/Post a Comment/Comments