""

রাঙামাটির কুদুকছড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের দুই যুগপূর্তি উদযাপন

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২

রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়িতে ইউপিডিএফর দুই যুগপূর্তি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছে ইউপিডিএফ’র রাঙামাটি সদর ইউনিট।

 আজ ২৬ ডিসেম্বর ২০২২ ভোর ৫.৩০ টায় বিপ্লবী গান পরিবেশন শুরু করা হয়। সকাল ৯টায় শহীদদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন ইউপিডিএফ রাঙামাটি সদর ইউনিট, পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, পার্টি পরিবার, ভিলেজ কমিটি ও শহীদ পরিবারবর্গ। এরপর এ যাবতকালে যারা বীরদর্পে শহীদ হয়েছেন তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে পার্টির কেন্দ্রীয় বার্তা পাঠ করেন ইউপিডিএফ’র রাঙামাটি সদর উপজেলা ইউনিটের প্রধান সংগঠক সচল চাকমা।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউপিডিএফ’র রাঙামাটি সদর উপজেলা ইউনিটের প্রধান সংগঠক সচল চাকমার সভাপতিত্বে ও সংগঠক নির্ণয় চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপিডিএফ সংগঠক নিরেট চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক তনুময় চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ধর্মশিং চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা সাংগঠনিক সম্পাদক নিশি চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের জেলা সাধারণ সম্পাদক মমতা চাকমা, বিশিষ্ট মুরুব্বি হরি কুমার চাকমা, নীলরঞ্জন চাকমা ও যুবসিন্ধু চাকমা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ২৪ বছর জনগণের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতায় ইউপিডিএফ প্রতিরোধ সংগ্রামের মাধ্যমে ইউপিডিএফ দুই যুগ অতিক্রম করেছে। পার্টির এই যাত্রা কোন সহজ ছিল না। দীর্ঘ চড়াই-উৎরাই পেরিয়ে পার্টিকে এগুতে হয়েছে। যাত্রাপথে পার্টি হারিয়েছে ৩৩৮ জন বীর সহযোদ্ধাকে। পঙ্গত্ববরণ ও কারাবরণ করতে হয়েছে অনেক সহযোদ্ধাকে। এখনো অনেককে কারগারের অন্ধকার প্রকোষ্ঠে দিনযাপন করতে বাধ্য হচ্ছেন। শাসকগোষ্ঠির দমন-পীড়ন-ষড়যন্ত্র ছাড়াও পার্টিকে মোকাবেলা করতে হচ্ছে দালাল, সুবিধাবাদী, জাতীয় শত্রুদের। পার্টির বলিষ্ট নেতৃত্ব, সঠিক রাজনৈতিক লাইন ও জনহিতকর কর্মসুচির কারণে পার্টির অগ্রযাত্রাকে কেউ রোধ করতে পারেনি। আগামীতে পার্টির অগ্রযাত্রা কোন অপশক্তি থামাতে পারবে না।

পার্টির দুই যুগপূর্তি উপলক্ষে কিশোর-কিশোরীরা তীর ধুনুক ও লাঠি দিয়ে আঘাতের মাধ্যমে প্রতীকী দালাল নির্মুলকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করে। এ খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ডকুমেন্টারি ভিডিও প্রদর্শন করা হয়। পার্টি ও সহযোগী সংগঠন নেতা কর্মীরা আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার শপথ গ্রহণ করেন। 










0/Post a Comment/Comments