""

সাজেকের মাচলঙে ইউপিডিএফ’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২

রাঙামাটির সাজেক ইউনিয়নের মাচলঙে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী (দুই যুগপূর্তি) পালিত হয়েছে।

আজ ২৬ ডিসেম্বর ২০২২,  সোমবার সকাল ৭টায় ইউপিডিএফ’র সাজেক ইউনিটের উদ্যোগে দলীয় পতাকা উত্তোলন ও অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপিডিএফ সংগঠক প্রান্তিক চাকমার সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউপিডিএফ সাজেক ইউনিটের প্রধান সমন্বয়ক অডিত চাকম। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউপিডিএফ’র নেতা আগর চাকমা। এছাড়া আরো উপস্থিত ছিলেন, গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সাংগঠনিক সম্পাদক কিরন চাকমা,পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ সাজেক ইউনিয়ন কমিটির সদস্য চিত্তি চাকমা। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক লংকা চাকমা।

সভায় ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রীয় বার্তা পড়ে শোনান ও পার্বত্য চট্টগ্রামের পূর্ণস্বায়ত্তশাসন অধিকার প্রতিষ্ঠার লক্ষে আন্দোলনে অবিচল থাকার প্রত্যয়ে শপথ বাক্য পাঠ করান প্রধান আলোচক ইউপিডিএফ এর অন্যতম নেতা আগর চাকমা।

সভায় বক্তারা ইউপিডিএফর নেতৃত্বে চলমান গণআন্দোলন জোরদার করার আহ্বান জানান। তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে অধিকার প্রতিষ্ঠা ও জুম্ম জাতির অস্তিত্ব রক্ষা করার জন্য ইউপিডিএফই বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ক্ষমতা রাখে। দীর্ঘ ২৪ বছরে ইউপিডিএফ বিভিন্ন স্থানে ভূমি আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলেছে অন্য কোন দলের পক্ষে তা কল্পনাতীত।

তারা অবিলম্বে ইউপিডিএফ’র উত্থাপিত দাবিনামার ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।






0/Post a Comment/Comments