""

পার্বত্য চট্টগ্রামে ১০টি স্থানে গ্যাস অনুসন্ধানের পরিকল্পনা

ডেস্ক রিপোর্ট, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩


পার্বত্য চট্টগ্রামে ১০টি স্থানে গ্যাস অনুসন্ধানের পরিকল্পনার কথা জানা গেছে।

বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শেষ পৃষ্ঠায় ‌‘গ্যাস অনুসন্ধানে তোড়জোড়’ শিরোনামে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, ‘সমুদ্রের পাশাপাশি স্থলভাগে গ্যাস অনুসন্ধানের অংশ হিসেবে পার্বত্য এলাকার ১০টি স্থানও চিহ্নিত করা হয়েছে’। তবে কোন কোন স্থানে এ গ্যাস অনুসন্ধান কার্যক্রম চালানো হবে খবরটিতে তা উল্লেখ করা হয়নি।

সরকার ২০২৫ সালের মধ্যে দেশে ৪৬টি গ্যাসকূপ খননের কাজ শুরু করেছে উল্লেখ করে খবরটিতে বলা হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) পার্বত্য অঞ্চলের ১০টি স্থানে গ্যাস-খনিজ অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক তেল কোম্পানির (আইওসি) সঙ্গে যৌথ কোম্পানি গঠনের পথে এগিয়ে যাচ্ছে।এরই মধ্যে অনুসন্ধানের জন্য তিন পার্বত্য জেলার ১০টি স্থান চিহ্নিত করা হয়েছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments