নিজস্ব
প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার,
৩ জুলাই ২০২৩
হামলায় আহত শ্রীমৎ ধর্মজ্যোতি ভিক্ষু। সংগৃহিত ছবি |
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নে দুর্বৃত্তদের ধারালো ছুরি হামলায় এক বৌদ্ধ ভিক্ষু গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
গতকাল রবিবার (২ জুলাই ২০২৩) রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
আহত বৌদ্ধ ভিক্ষুর নাম শ্রীমৎ ধর্ম জ্যোতি। তিনি হলদিয়াপালং ইউনিয়নের অন্তর্গত মরিচ্যা শ্রাবস্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা সন্তোষ বড়ুয়া জানান, রবিবার রাতে কে বা কারা ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ভান্তেকে ফেলে গেছে।
আহত ভান্তেকে আশঙ্কাজনক অবস্থায় আজ (সোমবার) সকালে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার হাসপাতালে প্রেরণ করেন।
মরিচ্যা শ্রাবস্তি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি মিলন বড়ুয়া বলেন, সকালে পিন্ড নিয়ে গেলে তাঁকে আহত অবস্থায় দেখতে পাই।
ঘটনা বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে না পারলেও ভান্তের টাকার লোভে দুর্বৃত্তরা এ ঘটাতে পারে তিনি এমনটি মনে করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি চট্টগ্রামে অবস্থান করায় ঘটনার ব্যাপারে অবগত নন বলে জানান।
ঘটনার ব্যাপারে এখনো কিছুই জানেন না তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে- এমনটি জানান উখিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক তাওহীদ।
সূত্র: Palash Barua ফেসবুক
পোস্ট।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।