""

প্রকৃতির এই সর্বনাশকে রাজনৈতিক সমস্যা হিসেবে দেখা জরুরি: রাফসান গালিব

ডেস্ক রিপোর্ট, সিএইচটি নিউজ
রবিবার, ১৩ আগস্ট ২০২৩

দৈনিক প্রথম আলোর সম্পাদকীয় সহকারী রাফসান গালিব সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম ও দক্ষিণ চট্টগ্রামে ঘটে যাওয়া বন্যা ও পাহাড় ধ্বসকে রাজনৈতিক সমস্যা হিসেবে দেখা জরুরি বলে মন্তব্য করেছেন।

আজ ১৩ আগস্ট প্রথম আলো পত্রিকার মতামত বিভাগে প্রকাশিত তার একটি লেখায় তিনি এই মন্তব্য করেন।

তার লেখার পাঞ্চ লাইনটি হলো, ‘প্রকৃতির এই সর্বনাশকে রাজনৈতিক সমস্যা হিসেবে দেখা জরুরি হয়ে পড়েছে এখন। সে অনুসারে রাজনৈতিক অঙ্গীকার ও পদক্ষেপ না নিলে পার্বত্য ও দক্ষিণ চট্টগ্রামকে সামনে আরও ভয়াবহ বন্যা গ্রাস করবে, এমনটাই আমাদের দেখতে হবে।’

এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য তিনি পাহাড় কেটে সড়ক নির্মাণকেও দায়ি করেছেন। তিনি বলেন, ‘এক-দেড় দশক ধরে যেভাবে পার্বত্য চট্টগ্রামের পরিবেশ-প্রকৃতির ওপর অনাচার চলছে, তা কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই। পাহাড় কেটে কেটে যে পরিমাণ সড়ক করা হয়েছে, তার সৌন্দর্য আমাদের বিমোহিত করলেও, তার ফল তো ভোগ করতেই হবে।’

বান্দরবান সদর-থানচি সড়কে পাহাড় ধসে ভেঙে গেছে সড়ক। ছবি: সংগৃহিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক অলক পালের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, গাছ কাটার ফলে পাহাড়ের মাটির ধারণক্ষমতা কমে যাচ্ছে। পাহাড়ি মাটি আর বালু এসে ভরাট করে দিচ্ছে এ অঞ্চলের বড় তিনটি নদী শঙ্খ বা সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালীকে। নানা কারণে নদী ও নদীর পাশে যে অত্যাচার চালানো হয়েছে, তার মাশুল দিতে হচ্ছে এখন। মানবসৃষ্ট কারণ হিসেবে তিনি সড়ককেন্দ্রিক অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নকেও দায়ী করেছেন।’

এ প্রসঙ্গে ইউপিডিএফের নেতা সচিব চাকমা বলেন, ‘সবাই বলছেন এই প্রাকৃতিক দুর্যোগ মানবসৃষ্ট। কিন্তু কোন মানবের সৃষ্ট, তাদের চেহারা কেমন, কি তাদের পরিচয় সেটা কেউ স্পষ্ট করে বলছেন না। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি পাহাড়ে উন্নয়নের নামে পাহাড় কেটে শত শত মাইলব্যাপী যে সীমান্ত সড়ক নির্মাণ করা হচ্ছে তা পরিবেশের জন্য ক্ষতিকর হবে। কিন্তু কেউ তাতে কান দেয়নি। সরকার এখনও জোরেশোরে এই প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। ’

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে একটু বৃষ্টি হলেই যে পাহাড় ধস ও বন্যা হচ্ছে, যে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে, তা অনেকগুলো কারণের সমষ্টিগত ফল হলেও প্রধান কারণ হলো জনসংখ্যার চাপ। জনসংখ্যার এই চাপ প্রকৃতির ওপর চাপ সৃষ্টি করছে, যা প্রকৃতি আর সহ্য করতে পারছে না।’

এই দৃষ্টিকোণ থেকে সমস্যাকে না দেখলে এই প্রাকৃতিক বিপর্যয়ের কোন সমাধান পাওয়া যাবে না বলে তিনি মন্তব্য করেন।

রাফসান গালিবের লেখাটির লিংক:
https://www.prothomalo.com/opinion/column/gc8t4f162v




সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments