দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
সাধনাটিলা বনবিহার প্রাঙ্গনে সেনা সদস্যদের টহল দিতে দেখা যাচেছ। |
সেনাবাহিনীর একটি দল আজ শুক্রবার (২৭ অক্টোবর ২০২৩) দুপুর দেড়টার দিকে
খাগড়াছড়ির দীঘিনালায় সাধনাটিলা বনবিহারে ভীতিজনকভাবে টহল অভিযান পরিচালনা করে। সেনারা
বিহার প্রাঙ্গনে প্রবেশ করে ১০-১৫ মিনিট অবস্থান করে।
এরপর সেনা দলটি বিহারের বাইরে গিয়ে বিহারে প্রবেশের রাস্তায় অবস্থান নিয়ে লোকজনের কাছ থেকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করে এবং এক গ্রামবাসীকে ভিডিও ধারণ করে করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সেনা সদস্যরা বিহার এলাকায় ড্রোনও উড়ায় বলে স্থানীয়রা জানান।
প্রায় আধা ঘন্টার মতো অবস্থান করার পর সেনারা সেখান থেকে চলে যায়।
প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানোৎসবের প্রাক্কালে
বিহারে এমন সেনা টহলে স্থানীয় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।
উল্লেখ্য, সেনাবাহিনী ও সেটলার বাঙালিরা দীর্ঘ সময় ধরে সাধনাটিলা বনবিহারে
জায়গাটি বেদখলে নানা ষড়যন্ত্র চালিয়ে আসছে। সেনাবাহিনীর নিষেধাজ্ঞার কারণে এলাকাবাসী
বিহারের উন্নয়নমূলক কোন কাজ করতে পারছে না। এমনকি বিহার এলাকায় বসবাসকারী লোকজন পর্যন্ত
নিজেদের ঘরবাড়ি নির্মাণ, মেরামত করার জন্যও সেনাবাহিনীর অনুমতি নিতে বাধ্য হচ্ছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।