""

কাউখালীতে আবারও দালাল বিরোধী পোষ্টার ছিঁড়লো সেনাবাহিনী

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩


রাঙামাটির কাউখালীতে সেনাবাহিনী কর্তৃক আবারো বিভিন্ন জায়গায় দালাল বিরোধী পোষ্টার ছিঁড়ে দেয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, আজ শনিবার (২ ডিসেম্বর ২০২৩) ঘাগড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রাঙ্গীপাড়া ও উল্টাপাড়া এবং ৩ নং ওয়ার্ডের নো আদাম ও লেভা পাড়া গ্রামের বিভিন্ন দোকানে সাঁটানো দালাল বিরোধী পোষ্টারগুলো একদল সেনা সদস্য ছিঁড়ে দেয়। তারা এ সময় “সন্ত্রাসীরা” কোথায় থাকে এবং কখন আসে ইত্যাদি প্রশ্ন দোকানে থাকা লোকজনের কাছ থেকে জিজ্ঞেস করে।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বরও সেনারা ৫ নং ওয়ার্ডে একই দালাল বিরোধী পোষ্টার ছিঁড়ে দেয়।






সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments