""

বাঘাইছড়িতে পোস্টার ছিঁড়ে দিলো সেনাবাহিনী!

এক সেনা সদস্যকে পোস্টার ছিঁড়তে দেখা যাচ্ছে। 

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪

বিপুল সুনীল, লিটন, রুহিনের হত্যাকারিদের গ্রেফতার-বিচার ও ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দেয়ার দাবিতে রাঙামাটির বাঘাইছড়িতে বিভিন্ন স্থানে লাগানো পোস্টার ছিঁড়ে দিয়েছে সেনাবাহিনী।

জানা গেছে, আজ বুধবার (২৪ জানুয়ারি ২০২৪) দুপুর ১২টার সময়ের মধ্য করেঙাতলি সেনা ক্যাম্প থেকে একদল সেনা সদস্য একটি পিকাপে করে এসে বঙ্গলতলি ইউনিয়নের সি-ব্লক, বঙ্গলতলি সরকারি স্কুল মাঠ দোকান, মধ্যদোকান, বটতল এলাকায় বিভিন্ন স্থানে লাগানো পোষ্টারগুলো ছিঁড়ে দিয়ে বাঘাইহাট সেনা জোনে চলে যায়।

বিভিন্ন স্থানে লাগানো পোস্টারগুলো এভাবে ছিঁড়ে দেয় সেনা সদস্যরা।

এ বিষয়ে স্থানীয় একজন বলেন, সেনা সদস্যরা আসা মাত্রই কাউকে কিছু না বলে পোস্টারগুলো ছিঁড়ে দিয়ে চলে গেছে। অথচ পোস্টারগুলো তাদেরকে কিছুই করছে না।

তিনি সেনারা করেঙাতলীর দিক থেকে এসেছে বলে জানান এবং বলেন, কিছু বললে সেনারা যদি মারধর করে সেজন্য পোস্টার ছিঁড়ে দেয়ার সময় কেউ কোন কিছু বলার সাহস পায়নি।

* ভিডিও:





সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments