সেনাবাহিনীর ছিঁড়ে দেয়া পোস্টার |
রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪
খাগড়াছড়ির রামগড়ে
বিপুল-সুনীল-লিটন-রুহিনের হত্যাকারীদের গ্রেফতার-বিচার, খুনিদের মদদদাতাদের শাস্তি ও ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দেয়ার দাবিসহ বিভিন্ন দাবি ও আহ্বানে লাগানো পোস্টারগুলো
সেনাবাহিনী ছিঁড়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার
(২৬ জানুয়ারি ২০২৪) বাটনাতলী আর্মি ক্যাম্প থেকে গাড়িযোগে একদল সেনা সদস্য গিয়ে রামগড়ের
বিভিন্ন স্থানে লাগানো পোস্টারগুলো ছিঁড়ে ফেলে দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
গত কয়েকদিন আগে এসব পোস্টার লাগানো হয়েছিল।
রামগড়ে ঘরের বেড়ায় লাগানো একটি পোস্টার |
পোস্টার ছিঁড়ে দেয় সেনাবাহিনী |
পোস্টার লাগানো একটি গণতান্ত্রিক অধিকার হলেও সেনাবাহিনী পোস্টার ছিঁড়ে দিয়ে এ অধিকারকে ভুলুণ্ঠিত করছে।
পোস্টার ছিঁড়ে দেয়ার সময় সেনাবাহিনীর ব্যবহৃত গাড়ি |
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।