""

দীঘিনালায় বন, পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক পোস্টারিং



দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

খাগড়াছড়ির দীঘিনালায় বন, পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষা বিষয়ে জনসচেতনতামূলক পোস্টারিং করেছে পরিবেশ রক্ষা কমিটি।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ২০২৪) দুপুরে দীঘিনালা উপজেলার আমতুলি, হেডম্যান পাড়া, বড়াদম, পুকুর ঘাট,বাঘাইছড়ি, উদাল বাগান, বাবুছড়া ‍নুয়ো পাড়া, রাস্তা মাথা, নুয়ো বাজার, মুড়োপাড়া, বেলতলি, জারুলছড়িসহ বিভিন্ন জায়গায় এসব পোস্টার লাগানো হয়।


হাতে লেখা পোস্টারগুলোতে “নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্য বন, নদী ও প্রাণী বাঁচাও; যেখানে সেখানে আগুন লাগাবেন না; বাঁশ ও গাছ বন জুম চাষ থেকে বিরত থাকুন; ছড়া-নদীতে বিষ দিয়ে ইছা, মাছ ও কাঙরা ধরবেন না; মাঘ-ফাল্গুন মাস থেকে ৩০ জৈষ্ঠ পর্যন্ত বেঙ-বেঙাচি খাবেন না; বৈশাখ থেকে ৩০ শ্রাবন পর্যন্ত বাচ্চুরী ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকুন ,যেখানে সেখানে পলিথিন-প্লাষ্টিক বর্জ্য ফেলবরন না; হাট-বাজার,দোকান-পাট, পথ-ঘাট পরিস্কার-পরিচ্ছন্ন রাখুন; বন্য প্রাণী, পশু-পাখি শিকার থেকে
 বিরত থাকুন...” ইত্যাদি সচেতনতামূলক শ্লোগান লেখা রয়েছে।




সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments