""

নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি রুখতে ঢাকায় আগামীকাল নাগরিক সমাবেশ

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

‘নিত্যপণ্যের উর্ধ্বগতি দফায় দফায় বিদ্যুৎ এবং গ্যাসের মূল্যবৃদ্ধি রূখে দাঁড়ান এই আহ্বানে আগামী ২৯ মার্চ ২০২৪, শুক্রবার বিকাল টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। নাগরিক সমাবেশে সভাপতিত্ব করবেন বিশিষ্ট অর্থনীতিবিদ সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ। নাগরিক সমাবেশে লেখক, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, বুদ্ধিজীবিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) সংবাদ মাধ্যমে প্রেরিত এক আমন্ত্রণ পত্রে কর্মসূচির কথা জানিয়েছেন।

উক্ত কর্মসূচিতে পত্রিকা, সংবাদ সংস্থা, টেলিভিশন চ্যানেল, এফএম রেডিও অনলাইন মিডিয়ার প্রতিনিধি এবং ভিডিও-স্থিরচিত্র গ্রাহককে সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।








0/Post a Comment/Comments