""

বাঘাইছড়ির বঙ্গলতলিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউপিডিএফের অর্থ-ঢেউটিন সহায়তা

ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থসহ তুলে দিচ্ছেন ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা ও সোহেল চাকমা।

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলিতে সৌরবিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে বাড়ি পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থসহ ঢেউটিন ও হাড়ি-পাতিল দিয়ে সহায়তা করেছে ইউপিডিএফের বাঘাইছড়ি ইউনিট।

ক্ষতিগ্রস্ত পরিবার প্রধানের নাম আলো বিকাশ চাকমা। গত ২৫ ফেব্রুয়ারি তার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এত তার আধাপাকা টিনশেড বাড়ি ও যাবতীয় জিনিসপত্র পুড়ে যায়।

আজ মঙ্গলবার (১৯ মার্চ ২০২৪) ইউপিডিএফের বাঘাইছড়ি ইউনিটের সংগঠক আর্জেন্ট চাকমা ও সোহেল চাকমার নেতৃত্বে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আলো বিকাশ চাকমা ও তার স্ত্রীর নিকট নগদ অর্থ, ঢেউটিন ও হাড়ি-পাতিল প্রদান করা হয়।

এসময় আর্জেন্ট চাকমা তার বাড়ি নির্মাণে সাধ্যমতো সহযোগিতা প্রদানেরও আশ্বাস প্রদান করেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদানের জন্য ইউপিডিএফকে ধন্যবাদ জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত পরিবারকে এই  ঢেউটিনগুলো প্রদান করা হয়। 
 

কথা কলছেন ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা।

ক্ষতিগ্রস্ত আলো বিকাশ চাকমা ও তার স্ত্রী জানান, গত ২৫ ফেব্রুয়ারি সৌরবিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে তার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তার বাড়ির যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যাওয়া তারা এখন নিঃস্ব হয়ে পড়েছেন। পাড়া-প্রতিবেশীদের সহযোগিতা নিয়ে তারা কোন রকমে দিনযাপন করছেন।

বঙ্গলতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর কিছু সহযোগিতা চেয়ে আবদেন করলেও এখনো কোন সহায়তা পাননি বলে তারা জানান।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments