""

পানছড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

পানছড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।


পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ২৭ মার্চ ২০২৪

খাগড়াছড়ির পানছড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

ইউপিডিএফের মাদকবিরোধী কার্যক্রম চলাকালে পানছড়ির সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন সময়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানা গেছে।

আজ বুধবার (২৭ মার্চ ২০২৪) ইউপিডিএফ, গণতান্ত্রিক যুব ফোরাম ও এলাকার যুব সমাজ মিলে জব্দকৃত এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ১৭০ বোতল বিদেশী মদ, ৩০ বোতল ফেনসিডিল ও ৫০০ গ্রাম গাঁজা।

মদ ও ফেনসিডিল বোতলের ছিপি (ঢাকনা) খুলে মাটিতে ঢেলে দিয়ে এবং গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুন চাকমা, খাগড়াছড়ি জেলার শাখার সহ-সাধারণ সম্পাদক পিংকু চাকমা, ইউপিডিএফ স্থানীয় সংগঠক স্বাধীন চাকমা ও এলাকার যুব সমাজ।

পানছড়িতে মাদকদ্রব্য ধ্বংস করা হয়।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments