""

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর ছোঁড়া মর্টার শেলের আঘাতে এক বম নারী আহত

সেনাবাহিনীর ছোঁড়া মর্টার শেলের টুকরো বিদ্ধ হয়ে আহত সেলি বম। ছবি: সংগৃহিত

বান্দরবান, সিএইচটি নিউজ
সোমবার, ২২ এপ্রিল ২০২৪

বান্দরবানের রুমা উপজেলার রুমা সদর ইউনিয়নে বম জাতিসত্তার বসতি মুনলাই পাড়া লক্ষ্য করে সেনাবাহিনীর ছোঁড়া মর্টার শেলের আঘাতে সেলি বম (১৯) নামে এক নারী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার (২২ এপ্রিল ২০২৪) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজ সকাল ৬:৩০ টার দিকে সেনাবাহিনী মুনলাই পাড়া এলাকায় গিয়ে এলোপাতাড়িভাবে মর্টার শেল নিক্ষেপ ও ব্রাশ ফায়ার করে। এসময় বাড়িতে অবস্থানরত সেলি বম মর্টার শেলের টুকরোর আঘাাতে আহত হন। তার শরীরে একাধিক স্থানে মর্টার শেলের টুকরো বিদ্ধ হয়।

উক্ত ঘটনায় এলাকার জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

সেনাবাহিনীর নেতৃত্বে চলমান কেএনএফ বিরোধী অভিযানের কারণে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। প্রতিদিন কোথাও না কোথাও অভিয়ান পরিচালিত হচ্ছে। মর্টার শেল নিক্ষেপ ও ব্রাশফায়ার করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে এলাকার বম জাতিসত্তার লোকজন কোথাও নিরাপদে থাকতে পারছে না বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments