অগ্নিগর্ভ চাকমা, সদস্য, পাহাড়ি ছাত্র পরিষদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা
রাষ্ট্র তোমায় ধিক্কার জানাই
আজ তুমি বানিয়েছো মোদের সন্ত্রাসী
অথচ তুমি পাশে থাকো ফিলিস্তিনের
শুধু নিজ দেশের পাহাড় যেন তোমার কাছে ভিনদেশী।
তোমার কাছে রইল প্রশ্ন,
পাহাড় কি করলো দোষ?
শুধু বলেছিলাম চাই অধিকার,
চাইনি আর কিছুই
তার বদলে দিলে নির্যাতন আর অত্যাচার
পাহাড় হয়ে গেলো খুন।
চুক্তির ফাঁদে ফেলে বানালে পঙ্গু পাহাড়কে,
গুম করে নিয়ে গিয়ে কল্পনা চাকমা'র মতো-
অন্য সকল বিপ্লবীকে।
আজ তোমার নিপীড়নের খড়গ
উঠেছে আমার ভাই বম জাতিসত্ত্বাদের কাছে
ছাড় দাওনি শিশু, বৃদ্ধ, নারী ;
বলছো তাদের সন্ত্রাসী,
নিজ দেশে আজ ভূমিহারা,
মোরা সংখ্যালঘু জাতিসত্তা
রাষ্ট্র তোমার এমন হীন কাজ
আমরা আর মানতে পারবো না।
রাজপথে আজ স্লোগান দিচ্ছে যারা,
‘লড়াই, লড়াই, লড়াই চাই’
দিচ্ছো তুমি হুমকি তাদের-
মারছো দালাল দিয়ে,
যেমন করে হত্যা করেছিলে
শহীদ বিপুল-সুনীল-লিটন'দাদের।
লোগাং থেকে সাঙ্গু, ফুরোমোন থেকে চিম্বুক
শুধুই আর্তনাদের সুর
আর কতোদিন রাষ্ট্র থাকবে তুমি চুপ?
জবাব তোমার দিতে হবে
নয়তো থাকবে এই লড়াই জারি,
সংগ্রাম এই চেতনা বইতে থাকুক
প্রজন্ম থেকে প্রজন্মের শিরায় গেঁথে।
অধিকারের প্রশ্ন চলতে থাকুক
পাহাড় থেকে সমতলে,
রাষ্ট্রের কাছে যে আজ নেই উত্তর,
কারণ সে যে আজ নিপীড়নকারী।