""

সিএইচটি রেগুলেশনের ওপর শুনানি মূলতবি


সিএইচটি নিউজ ডেস্ক
শনিবার, ১৮ মে ২০২৪

সুপ্রীম কোর্টের আপিল বিভাগে ১৯০০ সালের চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশনের ওপর শুনানি আগামী ২৩ জুলাই পর্যন্ত মূলতবি করা হয়েছে।

গত ১৬ মে এ বিষয়ে শুনানি হওয়ার কথা থাকলেও আদালত তা স্থগিত করেন। ফলে এ দিন কোন শুনানি অনুষ্ঠিত হয়নি।

উল্লেখ্য, একটি মহল কয়েক বছর ধরে আদালতকে ব্যবহার করে সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

এর প্রতিবাদে ইউপিডিএফ ও তার সহযোগি গণ সংগঠনগুলো ১৩ মে এক যোগে বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও ১৫ মে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করেছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments