হাসপাতালে চিকিৎসাধীন সড়ক দুর্ঘটনায় আহত খুশী ত্রিপুরা। |
মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৬ জুলাই ২০২৪
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত
মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী খুশী ত্রিপুরা (১২)-এর
চিকিৎসায় সহযোগীতা
চেয়ে সকলের কাছে আকুতি জানিয়েছেন তাঁর মা মিলন দেবী ত্রিপুরা।
আহত খুশী ত্রিপুরা মাটিরাঙ্গা সদর ইউনিয়নের
১০ নাম্বার গ্রামের শিমুল ত্রিপুরা (ফুলেন) এর ছেলে। গত ২ জুলাই ২০২৪ সকালে নিজ শিক্ষা
প্রতিষ্ঠানে যাবার সময় সে সড়ক দুর্ঘটনার শিকার হয়।
পরিবারের সূত্রে জানা যায়, খুশী ত্রিপুরা
প্রতিদিনের ন্যায় গত ২ জুলাই প্রবল বৃষ্টির মধ্যে বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে
বের হয়। সে ১০ নাম্বার এলাকায় গাড়ীর অপেক্ষায় রাস্তার একপাশে দাঁড়িয়েছিল। এ সময় খাগড়াছড়ি-চট্টগ্রাম
গামী একটি বাস (শেরবাংলা শাহ চট্টমেট্রো- ১১০১৬৬) আসলে অন্যান্যদের সাথে সেও গাড়িতে
উঠতে গেলে বাস চালক হঠাৎ গাড়ীটি টান দেয়। এতে খুশি ত্রিপুরা পা পিছলে গাড়ী থেকে পড়ে যায় এবং
তার বাম পা টি গাড়ীর চাকার নিচে পিষ্ট হয়।
এরপর স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার
করে প্রথমে মাটিরাঙ্গা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সেন্ট্রাল ডায়াগনস্টিক
সেন্টার হাসপাতালে পাঠিয়ে দেয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
খুশী ত্রিপুরার মা মিলন দেবী ত্রিপুরা সাহায্যের আকুতি জানিয়ে বলেন, দুর্ঘটনার পর গাড়ী ড্রাইভার, সমিতি ও পুলিশের পক্ষ থেকে ফোনে খবর নেওয়া হলেও আর্থিক সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেননি। আমার ছেলের অপারেশন হয়েছে। এখন পরবর্তী চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। কিন্তু এত টাকা আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই ছেলেকে চিকিৎসা দিয়ে সুস্থ করতে সকলের কাছে সহযোগীতা কামনা করছি। সকলের সহযোগীতা পেলে আমার ছেলে নিশ্চয় সুস্থ হয়ে আগের মতো স্বাভাবিক জীবন-যাপন করতে পারবে।
তিনি তাঁর ছেলের এমন অবস্থার জন্য দায়ী গাড়ী চালক, হেলপারকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ছেলের সুচিকিৎসা ও ভবিষ্যত জীবনের নিশ্চয়তাসহ যথাযথ ক্ষতিপূরণের দাবি জানান।
এদিকে, খুশি ত্রিপুরার দুর্ঘটনা বিষয়ে
১০ নাম্বার এলাকার বাসিন্দা চনির ত্রিপুরা বলেন, খাগড়াছড়ি-চট্টগ্রাম কিংবা মাটিরাঙ্গা-খাগড়াছড়ি
গামী যাত্রীবাহী অধিকাংশ লোকাল বাস প্রায় সময় আলুটিলা, সাপমারা, ব্যাঙমারা, ১০ নাম্বার
এলাকায় ছাত্র-ছাত্রীদের গাড়ীতে তুলতে চায় না। কোন কারণ ছাড়াই তারা শিক্ষার্থীদের এড়িয়ে
যেতে চায়। এতে বিপাকে পড়তে হয় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের। ঠিকমত গাড়ী না পাওয়ায়
তারা সঠিক সময়ে শ্রেণী কক্ষে উপস্থিত হতে পারে না। অনেককে রাস্তা থেকে বাড়িতে ফিরে
যেতে হয় কিংবা অনেক দেরি করে বাড়িতে ফিরতে হয়।
তিনি বলেন, খুশি ত্রিপুরার দুর্ঘটনাটি
খুবই মর্মান্তিক। গাড়ী চালকরা যাত্রী উঠা-নামার সময় যদি আন্তরিকভাবে দেখতেন তাহলে এমন
দুর্ঘটনার কবলে পড়তে হতো না। তিনি খুশী ত্রিপুরার সম্পূর্ণ চিকিৎসার ব্যয়ভার গাড়ী চালক ও মালিক
পক্ষকে বহন করার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের গাড়ীতে না তোলার বিষয়টি দেখার জন্য
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
খুশি ত্রিপুরা যাতে আগের মতো স্বাভাবিক অবস্থায় সুস্থ হয়ে ফিরতে পারে ও তার ভবিষ্যতে জীবনের জন্য যথাযথ ক্ষতিপূরণ প্রদানেরও দাবি করেন তিনি।
কেউ সহযোগীতা প্রদান করতে চাইলে যোগাযোগ করতে পারেন:
* যোগাযোগ নাম্বার : দহেন ত্রিপুরা (রোগীর
কাকা) - 01521386677
অথবা
* চট্টগ্রাম সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার,
৪র্থ তলা, সীট নং ৪০২।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।