বন্যার্তদের জন্য খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প |
খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৩১ আগস্ট ২০২৪
খাগড়াছড়িতে বন্যার্ত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছেছে।
শুক্রবার (৩০ আগস্ট ২০২৪) খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজারস্থ খবংপুড়িয়া
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দিনব্যাপী বিনামূল্যে রোগীদের
সেবা প্রদান করা হয়।
’পাহাড় ও সমতলে মানবতার সেবায় আমরা ঐক্যবদ্ধ” শ্লোগানে বৃহত্তর পার্বত্য
চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর সার্বিক সহায়তায় ডক্টর'স প্লাটফর্ম ফর পিপলস
হেলথ-এর উদ্যাগে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০টা হতে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। এরপর ১ ঘন্টা বিরতির পর আবার বিকাল ৫টা পর্যন্ত চলে। এতে পাহাড়ি-বাঙালি মিলে ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং রোগ অনুসারে যতটুকু সম্ভব রোগীদের ঔষধ দেওয়া হয়।
চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের একাংশ |
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচিতে রোগী দেখেছেন ডা. হারুন অর রশিদ, মেডিসিন বিশেষজ্ঞ ও অধ্যাপক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ; ডা. হেমন্ত হিম, এমবিবিএস রেডিওলজিস্ট; ডা. নাজমুস সাকিব, ডেন্টাল সার্জন; ডা. সুরাইয়া ইয়াসমিন পলি, ডেন্টাল সার্জন ও ইকরা শাহিদী, শিক্ষার্থী, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ।
এ সময় পিসিপি’র কর্মী-সমর্থকরা রোগী ও চিকিৎসকদের প্রয়োজনীয়
সহযোগিতা প্রদান করেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।