""

লক্ষীছড়িতে সেনা মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক এক গ্রামবাসীকে অপহরণের অভিযোগ



লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৬ আগস্ট ২০২৪

খাগড়াছড়ির লক্ষীছড়িতে সেনাবাহিনীর মদদপুষ্ট ঠ্যাঙাড়ে (নব্যমুখোশ) সন্ত্রাসী কর্তৃক এক সাধারণ গ্রামবাসীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল রবিবার (২৫ আগস্ট ২০২৪) দিবাগত মধ্যরাতে উপজেলার বাইন্যাছোলা গ্রাম থেকে এ অপহরণের এ অপহরণের ঘটনা ঘটে বলে জানা যায়।

অপহৃত গ্রামবকাসীর নাম অন্তর চাকমা (বাত্যা), বয়স: ৪৫, পিতা- মৃত লাব্রে চাকমা, গ্রাম- বাইন্যাছোলা, ৪নং ওয়ার্ড, লক্ষীছড়ি সদর ইউনয়ন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দিবাগত মধ্যরাত আনুমানিক ১২টার সময় ৫/৬ জনের একদল নব্যমুখোশ সন্ত্রাসী নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে অন্তর চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত ব্যক্তি একজন সাধারণ গ্রামবাসী।

কী কারণে তাকে অপহরণ করা হয়েছে তা জানা যায়নি।

আজ সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত অপহৃত ব্যক্তিকে ছেড়ে দেয়া হয়নি বলে জানা গেছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


 





0/Post a Comment/Comments