""

মহালছড়িতে সেনাবাহিনীর সাথে মুখোশ সন্ত্রাসী, জনমনে নানা প্রশ্ন


মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪

খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনীর সাথে থেকে ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীরা নানা অপকর্ম সংঘটিত করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর দেশে গণতান্ত্রিক শাসন কায়েম হলেও পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর একটি অংশ ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় ও মদদ দিয়ে যাচ্ছে। এ নিযে এলাকার জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।  

খোঁজ নিয়ে জানা গেছে, আজ শুক্রবার (৩০ আগস্ট ২০২৪) মহালছড়ি উপজেলার লেমুছড়ি মাঠে ইউপিডিফের আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু সমাবেশ শুরু হওয়ার আগেই নব্যমুখোশ সন্ত্রাসী সোনামনি চাকমা (অজিত) একদল সেনা সদস্যকে নিয়ে সেখানে গিয়ে অবস্থান নেয় এবং স্থানীয় জনগণেকে জিজ্ঞাবাদের নামে হয়রানি করে। ফলে  সেখানে আর সমাবেশ করতে পারেনি আয়োজকরা।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে সমতলে গণতান্ত্রিক শাসন কায়েম হলেও পাহাড়ে বলবৎ রয়েছে সেনাশাসন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সুবিধাপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের এখনো বহাল রাখা হয়েছে। তারাই আগের মতো সশস্ত্র ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় ও মদদ দিয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি জিইয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে।

স্থানীয় জনগণ অবিলম্বে ফ্যাসিস্ট হাসিনা সরকারের সুবিধাভোগী ও ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের মদদদাতা ও খুন-গুমে জড়িত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ এবং সন্ত্রাসীদের সেনা মদদদান বন্ধের দাবি জানিয়েছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


 





0/Post a Comment/Comments