![]() |
খাগড়াছড়ির স্বনির্ভরে সেনাবাহিনীর গুলিতে আহত একজন |
নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
খাগড়াছড়ির দীঘিনালায় সেটলার বাঙালি কর্তৃক পাহাড়িদের ওপর হামলা, ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে খাগড়াছড়ির বিভিন্ন স্থান বিক্ষোভ-অবরোধ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এতে খাগড়াছড়ি সদরে সেনাবাহিনীর গুলিতে বহু লোক হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
![]() |
খাগড়াছড়ি সদরের নারাঙহিয়া এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা |
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ২০২৪) বিকালে দীঘিনালায় সংঘটিত হামলার ঘটনাটি ছড়িয়ে পড়লে সন্ধ্যা থেকে খাগড়াছড়ি সদরের খাগড়াছড়ি-পানছড়ি সড়কে নারাঙহিয়া, উপালি পাড়া, স্বনির্ভর, স্টেডিয়াম, শিবমন্দির এলাকায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা রাস্তায় নেমে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। এছাড়া পানছড়ি উপজেলার কলেজ গেইট এলাকায়ও সড়কে নেমে পড়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বেশ কয়েক ঘন্টা পর্যন্ত তারা খাগড়াছড়ি-পানছড়ি সড়কটি অবরোধ করে রাখে। এতে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। সেনাবাহিনীর গাড়িও আটকে দেয় বিক্ষুব্ধ জনতা।
![]() |
নারঙহিয়া রেডস্কোয়ার এলাকায় সেনাবাহিনীর গুলিতে আহত আরেকজন |
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।