সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
দীঘিনালা, খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে সেনা-সেটলার
কর্তৃক পাহাড়িদের ওপর সাম্প্রদায়িক হামলা, ঘরবাড়ি-দোকানপাটে অগ্নিসংযোগ ও গুলি করে
হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের
দাবিতে সাজেকের মাচলঙে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর ২০২৪) বিকালে ৭২ ঘন্টা
অবরোধের শেষ দিনে অবরোধ সমর্থনকারী ছাত্র-জনতা উক্ত বিক্ষোভের আয়োজন করে।
সমাবেশে ছাত্র সমাজের পক্ষে নিটিয় চাকমা
সঞ্চালনায় ও লেখন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাবুধন চাকমা, রতন চাকমা ও সংহতি
জানিয়ে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদদের বাঘাইছড়ি উপজেলা সভাপতি পলেন চাকমা।
বক্তারা বলেন, দীঘিনালা, খাগড়াছড়ি সদর
ও রাঙামাটিতে পাহাড়িদের ওপর পরিকল্পিত সাম্প্রদায়িক হামলা ও ৪ জনকে হত্যার নিন্দা ও
প্রতিবাদ জানান।
তারা আরো বলেন, বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
ডাকা ৭২ ঘন্টার সড়ক অবরোধ আমরা সফলভাবে সম্পন্ন করেছি। ভবিষ্যতে কোন কর্মসূচি থাকলে
তা বাস্তবায়নের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
বক্তারা অবিলম্বে হামলা ও হত্যার সাথে
জড়িত সেনা-সেটলারদের গ্রেফতারপূর্বক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহত-নিহত ও ক্ষতিগ্রস্ত
পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।