""

খাগড়াছড়িতে একটি বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর তল্লাশি, ভিক্ষু ও অষ্টশীলধারীদের হেনস্তা!


খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

খাগড়াছড়ি সদর উপজেলার গাছবান এলাকার বাবুরা পাড়া মিলন সংঘ বৌদ্ধ বিহারে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে। এ সময় বিহারের ভিক্ষু ও পৌষ পূর্ণিমা তিথিতে অষ্টশীলধারীদের হেনস্তাসহ ধর্মীয় অবমাননার অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর ৬টার সময় খাগড়াছড়ি সদর জোন থেকে ২টি গাড়িতে করে ২০/২৫ জন সেনা সদস্য খাগড়াছড়ি সদর উপজেলার বাবুরা পাড়া মিলন সংঘ বৌদ্ধ বিহারটি ঘেরাও করে তল্লাশি চালায়। সেনারা প্রথমে বিহারের অধ্যক্ষ শ্রীমৎ আর্য্য রক্ষিত ভান্তের কক্ষে তল্লাশি চালিয়ে তাকে হেনস্তা করে ও মোবাইল ফোনগুলো কেড়ে নেয়।

পরে সেনারা বিহারের সব কক্ষে তল্লাশি চালিয়ে জিনিসপত্র তছনছ করে দেয়। এসময় সেনারা পৌষ পূর্ণিমা তিথি উপলক্ষে বিহারে অষ্টশীল পালনকারী দায়ক-দায়িকাদেরও হেনস্তা করে এবং তাদের মোবাইল ফোনও কেড়ে নেয়।

পৌষ পূর্ণিমা তিথি উপলক্ষে এলাকার দায়ক দায়িকারা পূজা-অর্চণার জন্য বিহারে একত্রিত হয়েছিলেন। তল্লাশিকালে সেনারা ইউপিডিএফ’র লোকজনকে খোঁজ করে বলে জানা গেছে।

সকাল সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেনা সদস্যরা বিহার এলাকায় অবস্থান করছিলো। অপরদিকে, আরো ২০/২৫ জন সেনা সদস্য গাছবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী অমৃত পাড়ায় একইভাবে তৎপরতা চালাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments