""

সাজেকের দাড়িপাড়া এলাকায় জেএসএস (সন্তু) কর্তৃক দুই বৌদ্ধ ভিক্ষুকে হেনস্তার অভিযোগ!


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

রাঙামাটির সাজেক ইউনিয়নের দাড়িপাড়া এলাকায় জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক দুই জন বৌদ্ধ ভিক্ষুকে হেনস্তার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) বিকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ সময় বৌদ্ধ ভিক্ষুরা ধর্মীয় কাজ শেষে সাজেকের উদয়পুর থেকে ফিরছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারত বাংলাদেশ সীমান্তে উদয়পুর এলাকায় একটি বৌদ্ধ বিহার নির্মাণ করেন এলাকাবাসী। সেই বৌদ্ধ বিহারকে কেন্দ্র করে সেখানে আনাগোনা হয় বহু পূণ্যার্থী ও বৌদ্ধ ভিক্ষুসংঘের। তেমনি ধর্মীয় কাজে উদয়পুর বৌদ্ধ বিহারে গিয়েছিলেন দুইজন বৌদ্ধ ভিক্ষু। ধর্মীয় কাজ শেষে গতকাল বিকাল ৩টার দিকে নিজেদের বিহারে ফেরার পথে দাড়িপাড়া দোকান এলাকায় রাস্তায় বাঁশ ফেলে রাস্তা ব্লক করে বৌদ্ধ ভিক্ষুদের আটকায় সন্তু গ্রুপের এজেন্টরা।

এরপর তারা সে এলাকায় দায়িত্বরত সন্তু গ্রুপের পরিচালক বিক্রম চাকমাকে ফোন দিয়ে বিষয়টি জানায়। বিক্রম ভিক্ষুদের ব‍্যাগ চ‍েক করার জন‍্য তাদের এজেন্টদের নির্দেশ প্রদান করেন।

ভিক্ষুরা ব্যাগ চেক করার কারণ জানতে চাইলে তাদেরকে নানা অকথ্য ভাষায় কথা শুনিয়ে তারা ভিক্ষুদের মোবাইল ফোন জব্দ করার চেষ্টা করে। ভিক্ষুরা তাদের মোবাইল ফোনগুলো দিতে না চাইলে বেঁধে রাখার হুমকি দেয় বিক্রম চাকমা।

পরে ভিক্ষুরা সেখান থেকে চলে যেতে চাইলে এলাকাবাসীদেরকে নির্দেশ দেওয়া হয় ভিক্ষুদেরকে আটকে রাখার জন্য। আটকে রাখতে না পারলে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে বৌদ্ধ ভিক্ষুরা বিক্রম-এর সাথে কথা বলতে চাইলে ভিক্ষুদেরকে ফোন ধরিয়ে দেয় তার এজেন্টরা। বহুক্ষণ কথা বলার পর একপর্যায়ে বিষয়টি মীমাংসা হয় বলে জানা গেছে।

উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করার জন্য ভুক্তভোগী একজন ভিক্ষুকে ফোন কলের মাধ্যমে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ‘আমার জীবনে এই প্রথম নিজের জাতির কাছে অপদস্তের শিকার হযেছি। আমাদেরকে অপদস্ত করার সময় দোকানের লোকজন আমাদের দিকে হা করে তাকিয়ে ছিল। লজ্জায় মুখ তুলতে পারছিলাম না। তবে একপর্যায়ে তাদের (সন্তু গ্রুপের) সাথে কথা বলে বিষয়টি মীমাংসা করে বিহারে চলে আসি। আমি উদয়পুর বহুবার গিয়েছি এমন ঘটনা কখনো ঘটেনি। বেঁচে থাকলে স্বেচ্ছায় কোনদিন আর ওই দিকে যাবো না’।

এদিকে, এলাকাবাসী অভিযোগ করেছেন, বিক্রম চাকমা সাজেকে দায়িত্ব পাওয়ার পর থেকে জনগণকে নানা হুমকি-ধমকি, মোটা অংকের অর্থদন্ডসহ নানা নিপীড়ন চালাচ্ছেন। এলাকার জনগণ এখন তার ভয়ে আতঙ্কে দিনযাপন করতে বাধ্য হচ্ছেন। তারা এর থেকে পরিত্রাণ পেতে জেএসএস’র উর্ধ্বতন নেতৃবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments